Password: একটি পাসওয়ার্ড (এমন পাসওয়ার্ড দিতে হবে যাতে একটি বড় হাতের অক্ষর ও একটি নম্বর সহ মোট ৮ টি অক্ষর থাকে, যেমনঃ Nnn135752),
Confirm password: একই পাসওয়ার্ড,
Account e-mail: একটি ইমেল এড্রেস,
Payments: এ পেপাল বা পেজা একাউন্ট দিন। একাউন্ট না থাকলে উপরে যে ইমেল দিয়েছেন তা দিন
Last name: এ দ্বিতীয় অংশ,
Street Address/ House No: এ আপনার ঠিকানা,
Zip/Postal Code: এ পোস্ট কোড,
City: এ আপনার শহরের নাম,
Telephone: এ টেলিফোন/মোবাইল নম্বর,
Date of birth: এ আপনার জন্মতারিখ (অবশ্যই ১৮ বছর হতে হবে),
Gender: এ লিঙ্গ সিলেক্ট করুন,
Secret answer: এ প্রশ্নের উত্তর দিন (যেমনঃ what is your favorite color? Answer: Red),
Enter the characters: এ পাশের অক্ষরগুলো লিখে দিন,
Terms of Service agreement: এর Yes এ ক্লিক করুন।
সবগুলো তথ্য ঠিক মতো দেওয়া হলে Register এ ক্লিক করুন। তাহলে আপনার ইমেলে Ojooo একটি ম্যাসেজ পাঠাবে।
৩। ই-মেলে প্রবেশ করে ইনবক্স থেকে একাউন্ট Confirm করুন।
#ভূলেও এক COMPUTER দিয়ে দুই অ্যাকাউন্ট খুলবেন না।অনেকেই নিজে নিজেই এক কম্পিউটার দিয়ে নিজে নিজেই referral হয়।মনে করছেন ওরা বুঝবে না।ওরা কি এতই বোকা।না, এই ভাবে অ্যাকাউন্ট খুললে যখন টাকা withdraw দিতে যাবেন দেখবেন your account is suspended । মানে আপনার পুরো পরিশ্রম ই মাটি।
## আপনি যদি broadband লাইন use করেন সেক্ষেত্রে ও একটু ঝামেলা আছে।কারন broadband লাইন সাধারনত শেয়ার IP হয়।মানে আপনাকে যে IP দিচ্ছে আরেক জন কেও একই ip দিচ্ছে।এই ভাবে দেখা যায় যারা লাইন দেয় তারা হয়ত একই এলাকায় ৩০০ লাইন দিল।সবারি ip এক। সে ক্ষেত্রে ঝামেলা হল ঐ ৩০০ জনের মধ্যে কেও যদি ojooo ব্যবহার করে তাহলে দুই জনের Account ই Suspended হয়ে যাবে।
# যদি দেখেন এরকম একটি Massage দেখেন যে এই Advertisement এই IP দিয়ে all ready এক বার দেখা হয়েছে তাহলে মডেম আবার নতুন করে লাগান। প্রতি বার মডেম খুলে লাগালে একটি করে নতুন IP পাওয়া যায়। কিন্তু যারা Broadband Use করেন তাদের IP সাধারণত Fixed হয়।
এ্যাড দেখার নিয়মঃ
১। প্রথমে ojooo ওপেন করে
Access your account এর Username: আপনার ইউজার নেম,Current password: আপনার পাসওয়ার্ড দিন।আর Enter the characters এ পাশের অক্ষরগুলো লিখে দিন।এরপর Login এ ক্লিক করুন। একটু পর Logging on to server… লেখা দেখাবে আর আপনার একাউন্ট ওপেন হবে।
২। এবার Paid to click ads এ ক্লিক করুন।
এ্যাড পেজ ওপেন হবে। এখন এড দেখুন আর আনলিমিটেড ইনকাম করুন।
0 Comments