তাহলে চলুন PTC কি? কিভাবে কাজ করতে হয়? কাজ করতে কি কি লাগে? PTC সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।                           

 বর্তমানে PTC সাইটের মাধ্যমে ইনকামের দিকে দিন দিন মানুষের আগ্রহ বেড়েই চলছে।তা্ই আজ আমরা PTC সম্পর্কে বিস্তারিত জানবো।

তাহলে চলুন PTC কি? কিভাবে কাজ করতে হয়? কাজ করতে কি কি লাগে? PTC সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।
 PTC সম্পর্কে বিস্তারিত আলোচনা।

ইন্টারনেট থেকে অর্থ উপার্জন করা খুব সহজ ব্যাপার নয়। এর জন্য প্রয়োজন ধোর্য এবং একাগ্রতা। সে যে কাজই হোক না কেন। তবে এর মাঝেও কিছু ব্যাপার থেকেই যাই। অনলাইনে হাজার হাজার কাজের মধ্যেও ছোট, বড়, কম সময়, বেশি সময় এই ব্যাপার গুলো সম্পর্কে অটোমেটিকেলি একটা ধারনা হয়েই যায়। আর সেই ধারনার প্রেক্ষিতেই মূলত আমার এই আর্টিকেলটি লেখা। বর্তমানে পিটিসির দিকে দিন দিন মানুষের আগ্রহ বেড়েই চলছে। কারন হিসাবে বলা যায় যে -


  • সহজ
  • কোন কাজ জানতে হয় না
  • ৩০-৪৫ মিনিট সময় ব্যয় করলে হয়
  • আয় কম বলা যাবে না।

পিটিসি সাইটে থেকে আয় করতে চাইলে প্রথমে আমি বলবো সময় দিন, বিভিন্ন ফোরাম, ফেসবুক গ্রুপ এবং অনলাইন আয়ের বিভিন্ন Website বা ব্লগে। আমি নিজেই বিভিন্ন জায়গায় এ্যাড দিয়ে রেফারেল বাড়াবার চেষ্টা করি। সেখানে আমি বিভিন্ন দেশের রেফারার পাই। যেমন- ইউ এস এ, ইউ কে, বেজিয়াম, ইন্ডিয়া ইত্যাদি।এই সকল দেশের ইউসার-রা প্রতিদিন কাজ করে, কিন্তু দেখা যায় আমাদের দেশের অনেকে এ্যাকাউন্ট ওপেন করে, কিন্তু নিয়মিত কাজ করে না। আবার অনেকে এত অল্প আয় দেখে আগ্রহ হারিয়ে ফেলে। যেটা একদম ঠিক না, আর তাই আমি প্রথমেই বলেছিলাম এর জন্য প্রয়োজন ধোর্য এবং একাগ্রতা। আসুন আজ থেকেই আমরা কজি শুরু করে দেই।ইউরোপ,আমেরিকা পারলে আমরা পারবনা কেন আপানি বলুন? চলুন বিস্তারিত জানি।


পিটিসি ওয়েবসাইট কি?


প্রখমেই আমাদের জেনে রাখা উচিত যে PTC মানে কি? এর পূর্ণরূপ হচোছ  “Paid To Click” । এখানে বিভিন্ন বিজ্ঞাপন দাতারা যাদের বিজ্ঞাপনের বাজেট কম তারা তুলনা মুলক কম মুল্যে পিটিসি সাইটে এড দেয়। কিন্তু সেই এড দেখবে কে? তাই আমার আপনার মত লোকজন সেই এড গুলো দেখি এবং এই এড গুলো দেখার বিনিময়ে পিটিসি সাইট আমাদের নির্দিষ্ট অর্থ প্রদান করে থাকে। আপনাকে সাইট গুলো প্রতিদিন একটি নির্দিস্ট পরিমান এড দিবে এবং আপনি সেই এড গুলো দেখবেন। প্রতি এড দেখার বিনিময়ে আপনাকে কিছু সেন্ট পর্যন্ত অর্থ পে করবে (ফ্রি মেম্বারশিপের ক্ষেত্রে)। এছাড়া আপনার রেফারেলে কেউ যদি ওই সাইটে রেজিস্ট্রেশন করে, তবে তাদের দেখা প্রতি এডের বিনিময়ে আপনি পাবেন ৫% । আপনি ভালো সাইট গুলো থেকে গড়ে রেফারেল ছাড়া দৈনিক ১০ সেন্ট আয় করতে পারবেন (ফ্রি মেম্বারশিপের ক্ষেত্রে)। তবে এই নিয়ম সকল সাইট-এর জন্য নয়। এক এক সাইট এ এক একরকম, (রেফার % কত করে দিবে, এড ভিউ থেকে কত দিবে) এই গুলো সম্পূর্ণ সাইট এর উপর নির্বর করে।তবে এখানে আপনি কোন ধরনের দক্ষতা ছাড়াই পিটিসি সাইট থেকে আয় শুরু করতে পারবেন। সেক্ষেত্রে ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। কারণ অনলাইনে ইনকাম বিষয়ক সকল কাজে ইন্টারনেটের সাথে জড়িত এবং ইন্টারনেট ব্যবহার করে আপনাকে সে কাজগুলো করতে হবে।


পিটিসি ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয়?


শুধু বিজ্ঞাপনে ক্লিক করা নয় এছাড়াও পিটিসি সাইট থেকে আয় করার অনেকগুলো উপায় আছে। চলুন জেনে নেই-


  • অনলাইন সার্ভে করেঃ পিটিসি সাইট গুলো আপনাকে বিভিন্ন সার্ভে করার কাজ দেবে। সার্ভে গুলো এমন হবে যে আপনাকে সেখানে কিছু প্রশ্ন করা হবে এবং আপনার সেগুলোর উত্তর দিতে হবে। সার্ভে পুরোপুরিভাবে কমপ্লিট করলে প্রত্যেক 5 থেকে 10 মিনিটের সার্ভের জন্য তারা সর্ববোচ্চ 2 ডলার পর্যন্ত দিয়ে থাকে। 
  • বিভিন্ন টাস্ক কমপ্লিট করেঃ এসব পিটিসি সাইটে বিভিন্ন ধরনের অফার থাকে সেসব অফার থেকে আপনি গেম খেলে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে এবং দৈনন্দিন কিছু টাস্ক কমপ্লিট করে আপনি আয় করতে পারবেন
  • এফিলিয়েটঃ কিছু পিটিসি সাইট আছে যারা আপনাকে এফিলিয়েট প্রোগ্রামের সুবিধে দিয়ে থাকে। যেমন ওজো। অথাৎ তাদের এড আপনি ইপনার ওয়েবসাইটে বসিয়েও পায়ের উপর পা তুলে আনকাম করতে পারবেন।
  • বন্ধুদের রেফার করার মাধ্যমেঃ এসব ওয়েবসাইটে সাধারণত রেফারিং সিস্টেম থাকে। অর্থাৎ আপনি চাইলে কাউকে ওয়েবসাইটে ঢোকার জন্য রেফার করতে পারেন। যদি কেউ আপনার রেফারেল থেকে ওয়েবসাইটে ঢুকে এবং একাউন্ট খুলে সে ক্ষেত্রে আপনি রেফারেল বোনাস পাবেন। 
  • বিজ্ঞাপন দেখেঃ পিটিসি সাইট থেকে টাকা আয় করার আরেকটি সহজ মাধ্যম হলো বিজ্ঞাপন দেখা। শুধু বিজ্ঞাপন দেখেই আপনি টাকা আয় করা শুরু করতে পারবেন। তবে বিজ্ঞাপন দেখে আয় করা টাকার পরিমাণ অনেক কম হয়ে থাকে তাই যত বেশি বিজ্ঞাপন দেখবেন তত বেশি আপনার আয় হবে।



কাজ করতে কি কি লাগে?

কাজ করতে ইন্টারনেট কানেকশন এবং একটি ফোন অথবা কম্পিউটার লাগবে।


পূনরায় PTC সম্পর্কে বিস্তারিত আলোচনা


অনেকে জিগ্যেস করে যে পিটিসি থেকে আয় কেমন হতে পারে। তাহলে শুনুন সব পিটিসি সাইটের আয় খুবই কম। যা দিয়ে আপনি মূলত নেট বিল কিংবা আপনার দৈইনান্দিন চাহিদা পূরণ করতে পারবেন। এরপর যখন পরবর্তীতে আপনি বুঝতে পারবেন রেফারেল কিভাবে ভাড়া নিতে হয়, ডাইরেক্ট রেফারেল পাওয়া এবং মেম্বারশীপ আপগ্রেড করলে কি সুবিধা ইত্যাদি তখন আপনি নিজেই এখান থেকে আয় বাড়াতে পাবেন। আপনি পিটিসি সাইটে ভাল আয় করতে হলে ৩-৬ মাস সময় দিতে হবে। প্রথম দিকে আপনার আয় হবে খুবই কম। তারপরও দেখবেন আস্তেআস্তে আয় বাড়ছে। আবার অনেকেই জিগ্যেস করেন পিটিসি সাইট থেকে যে টাকা পাওয় যায় তার প্রমাণ দেখাত পারবেন? আপনি প্রতিটিা ভাল এবং পুরনো পিটিসি সাইটের ফোরামে দেখুন প্রতিদিন যারা ডলার তুলছে তাদের পেমেন্ট প্রুফ সহ তাদের সফলতার কথা শেয়ার করছে। অথবা প্রমান হিসেবে নিচের ছবিটি দেখুন। আর চাইলে এখনি একটা আকাউন্ট খুলুন। 

প্রমান হিসেবে নিচের ছবিটি দেখুন


কিছু প্রশ্ন ও উত্তর


১.পিটিসি সাইটের ডাইরেক্ট রেফারেল,রেন্টেড,পারচেজ রেফারেল কি?


  • ডাইরেক্ট রেফারেল: আপনি আমার লিংক থেকে সাইন আপ করলে আপনি আমার ডাইরক্টে রেফারেল।
  • রেন্টেড রেফারেল: পিটিসি সাইট সরাসরি পাওয়া রেফারেল ভাড়ায় খাটায়।
  • পারচেজ রেফারেল: অনেক পিটিস সাইট আছে যারা রেফারেল বেচে থাকে,যেমন - পিটিসি সলূশন।

২.আমার রেফারেল হলে আপনার কি লাভ?

আপনি যদি একটিভ থাকেন এবং বিভিন্ন উপায়ে আয় করতে পারেন তবে আপনার রেফারেল লিংক প্রমোট করার চেষ্টা করা হবে। আমার রেফারেল না হয়ে গুগল থেকে সার্চ করে বা সরাসরি তাদের সাইটে এ্যাকাউন্ট করলে আপনার লাভ কিছুই না। সাইট আপনাকে বিভিন্ন জনের কাছে ভাড়া খাটাবে সাইটের লাভ।


৩.পিটিসি সাইট মূলত কাদের জন্য?

যারা একবারেই অলস। অনলাইনে কোন কাজ একেবারেই জানা নেই কিন্তু টাকা আয় করতে চান ।গৃহিণী, অক্ষম ব্যক্তি। শুধু শুধু যারা ফেসবুকে বা অন্যান্য সাইটে অনর্থক সময় ব্যয় করে তাদের জন্য।


৪.পিটিসি সাইট কাদের জন্য নয়?

যারা অতি তাড়াতাড়ি টাকা কামাইতে চায়। অনলাইনে অন্যান্য কাজের দক্ষতা আছে বা শেখার আগ্রহ এবং সুযোগ রয়েছে।


সতর্কতা : পিটিসি সাইটে টাকা বিনিয়োগ (বিশেষ করে - মেম্বারশীপ আপগ্রেড অথবা BAP বাড়ানো ) করার আগে ভাল করে গুগলিং করুন। না জেনে কখনোই সাইটে ইনভেস্ট করবেন না।